জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পর্যটক ও দর্শনার্থীদের সুবিধার্থে রাজ্য সংগ্রহশালা উজ্জয়ন্ত প্রাসাদ এর প্রধান গেইটের উঁচু মাস্তুল জাতীয় পতাকার সম্মুখভাগ থেকে লক্ষ্মীনারায়ণ বাড়ী রোডস্থিত মিষ্টির দোকান থেকে রবীন্দ্র শতবার্ষিকী ভবন চৌমুহনী ও মহারাণী তুলসীবতি স্কুল রোড পর্যন্ত বিস্তৃত আশেপাশের সড়কে যানযট এড়াতে প্রতি সপ্তাহান্তে (শনিবার ও রবিবার) বিকেল ৪টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত “নো_ভেহিক্যাল_জোন” আরোপের বিষয়ে চিন্তাভাবনা রয়েছে সরকারের। পাশাপাশি ঐ স্থানটিতে ট্যুরিস্ট হাবের প্রভূত উন্নয়নেও পর্যটন দপ্তরের তরফ থেকে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আজ বিকেলে সচিবালয়ে পর্যটন মন্ত্রীর কক্ষে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে এই সংক্রান্ত বিষয়ের সাথে সম্পর্কিত এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আগরতলা পুর নিগমের মিউনিসিপাল কমিশনার ড. শৈলেস কুমার যাদব, ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা, ত্রিপুরা পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইন-শৃঙ্খলা) সৌমিত্র ধর, ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর তপন কুমার দাস, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য্য, পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসক রাজীব দত্ত,সদর মহকুমার মহকুমা শাসক অরূপ দেব, পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে, ট্রাফিক পুলিশের সুপারিনটেন্ডেন্ট রোথলুঙ্গা ডার্লং, ত্রিপুরা স্টেট ইলেকট্রিক্যাল কর্পোরেশন লিমিটেডের জেনারেল ম্যানেজার হরেকৃষ্ণ দাস, আগরতলা গভর্নমেন্ট আর্টস কলেজের প্রিন্সিপাল অভিজিৎ ভট্টাচার্য্য, ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের নির্বাহী বাস্তুকার উত্তম পাল, বরিষ্ঠ তথ্য আধিকারিক দুলাল বৈদ্য, বিয়াক রওন্তলিঙ্গা জংতে সহ অন্যান্য আধিকারিকেরা।
রাজ্য
নো ভেহিক্যাল জোন আরোপের বিষয়ে চিন্তাভাবনা সরকারের : পরিবহন মন্ত্রী
- by janatar kalam
- 2023-05-12
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this