2024-11-25
agartala,tripura
খেলা

বিদ্যালয়স্তরে খেলাধুলার বিকাশে গুরুত্ব দিয়েছে সরকার : শুক্লাচরণ নোয়াতিয়া

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ক্রীড়াক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য পেতে হলে বিদ্যালয়স্তর থেকে ক্রীড়া প্রতিভা তুলে আনতে হবে। বিদ্যালয়স্তরে খেলাধুলার বিকাশে সরকার গুরুত্ব দিয়েছে। আজ সারুম উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে রাজ্যভিত্তিক অনূর্ধ্ব ১৭ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করে সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া একথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক মাইলাফ্লু মগ, রূপাইছড়ি বিএসির চেয়ারম্যান রাখী ত্রিপুরা, সাব্রুম নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপার্সন দীপক দাস প্রমুখ। সভাপতিত্ব করেন সাক্কুম নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রত্না পোদ্দার দে। স্বাগত বক্তব্য রাখেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সহঅধিকর্তা মিহির শীল। বালক ও বালিকা বিভাগে রাজ্যভিত্তিক এই প্রতিযোগিতায় রাজ্যের ৮টি জেলা থেকে মোট ১০টি দল অংশ নিয়েছে। আগামী ১২ মে পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service