জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মোদির দোকান গুলিতেও মেয়াদ উত্তীর্ণ মালপত্র সাজিয়ে রাখে দোকানিরা। পরিদর্শনে গিয়ে হাতেনাতে ধরলো খাদ্য দপ্তরের ইন্সপেক্টররা।ক্রেতাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দপ্তর কর্তারা। খাদ্য দপ্তরের নতুন দায়িত্ব পেয়েই নড়ে চড়ে বসেছেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। হোটেল রেস্তোরাঁর পাশাপাশি গ্রোসারী আইটেমের দোকানগুলিতে ও রুটিন চেকআপ করার নির্দেশ দিয়েছেন খাদ্য দপ্তরের ইন্সপেক্টরদের। বুধবার মন্ত্রীর নির্দেশানুসারে পরিদর্শনে নেমে খাদ্য দপ্তরের ইন্সপেক্টররা রাজধানীর চন্দ্রপুরে রামঠাকুর ভ্যারাইটিজে হানা দিয়েছে। প্রথম দিনের হানায় চোখ ছানাবড়া হয়ে যায় খাদ্য দপ্তরের কর্তাদের। চন্দ্রপুরের মিন্টু বিশ্বাসের দোকানে হানা দিয়ে প্রচুর পরিমাণ মেয়াদ উত্তীর্ণ তেল মসলা ও অন্যান্য জিনিসপত্র পেয়েছে। এই প্রসঙ্গে খাদ্য দপ্তর এর প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা ডিসিএম জানান, এটা তাদের কোন রুটিন চেকআপ নয়। নয়া খাদ্যমন্ত্রীর নির্দেশেই এখন থেকে ক্রেতা স্বার্থসংশ্লিষ্ট সমস্ত দোকানে হানা দেওয়া হবে পর্যায়ক্রমে। পাশাপাশি ক্রেতাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেও বিভিন্ন ধরনের সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করবে দপ্তর। প্রসঙ্গত, এযাবৎকালে শুধুমাত্র হোটেল রেস্তোরাঁ ও খোলাবাজারে জিনিসপত্রের মূল্যবৃদ্ধির সময় খাদ্য দপ্তরের প্রতিনিধিদের দেখা যেত। বর্তমানে নিয়মিত এই প্রক্রিয়া চলবে বলে জানিয়েছে দপ্তরের প্রতিনিধিরা।
অপরাধ
মেয়াদ উত্তীর্ণ গ্রোসারি আইটেম বাজেয়াপ্ত
- by janatar kalam
- 2023-05-10
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this