জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজেপি ও এভিবিপি সারাদেশে মানুষদের ভাঙছে, আর এস এফ আই মানুষদের একখানে জুড়ছে। ২০১৮ সালের পর এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙ্গে পড়েছে। জাতীয় শিক্ষানীতিকে জোর করে মানুষের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। কিছুদিনের মধ্যেই সরকারের এই নীতির বিরোধিতা ত্রিপুরায় আন্দোলনে নামবে এসএফআই, টিএসইউ |রবিবার এক সাংবাদিক বৈঠকে এইতথ্য তুলে ধরেছেন,এস এফ আই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস।উপস্থিত ছিলেন এসএসআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব ও টি এস ইউ নেতৃবৃন্দ।
Leave feedback about this