জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যকে আত্মনির্ভর করে তুলতে কৃষির বিকাশ ও কৃষকের কল্যাণে সরকার সর্বাধিক গুরুত্ব দিয়েছে। এজন্য কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রাজ্যের কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। আজ অমরপুরের পুরাতন টাউনহলে খারিফ অভিযান নিয়ে এক আলোচনাচক্রের উদ্বোধন করে কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ একথা বলেন। আলোচনাচক্রে কৃষিমন্ত্রী বলেন, আমাদের দেশ কৃষি প্রধান দেশ। ত্রিপুরাও তার ব্যতিক্রম নয়। এই রাজ্যের গ্রামীণ অর্থনীতির বিকাশ নির্ভর করে কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রগুলির উপর। তিনি বলেন, রাজ্যে কৃষিজ পণ্যের উৎপাদন বাড়াতে বিজ্ঞানসম্মত চাষাবাদের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এজন্য কৃষকদের উন্নত কৃষি যন্ত্রপাতি দিয়ে সহায়তা করা হচ্ছে। কৃষকদের আয় বাড়াতে সরকার সহায়কমুলো ধান ক্রয় করছে।
আলোচনাচক্রে কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষিক্ষেত্রের বিকাশে বিশেষ নজর দিয়েছেন। দেশের কৃষকদের কল্যাণে পিএম কিষাণ ও প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার মতো প্রকল্প চালু হয়েছে। যার সুফল পাচ্ছেন এই রাজ্যের কৃষকরাও। আলোচনাচক্রে বিধায়ক রঞ্জিত দাস ও কৃষি দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন।
রাজ্য
রাজ্যকে আত্মনির্ভর করে তুলতে কৃষির বিকাশে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী
- by janatar kalam
- 2023-05-03
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

Leave feedback about this