জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানী আগরতলা শহরের ব্যবসায়ীদের মধ্যে প্রায় ৮৮ শতাংশ ব্যবসায়ী পুর নিগমের প্রপার্টি ট্যাক্স, তৌজি রেন্ট, ট্রেড লাইসেন্স রেনুয়েল, এম এস এস এ আই লাইসেন্স, লিগ্যাল মেট্রলজি লাইসেন্স ইত্যাদি রেনুয়াল ছাড়াই হরদম ব্যবসা চালিয়ে যাচ্ছে। বছরের পর বছর ব্যবসা করে নিজেদের বিষয় সম্পত্তি বাড়ালেও ফাঁকি দিয়ে যাচ্ছে পুরনিগমকে। যার ফলে শতকরা ১২ শতাংশ ব্যবসায়ী থেকেও কর পাচ্ছে না পুর নিগম। শুক্রবার রাজধানীর মহারাজগঞ্জ বাজার বাণিজ্য ভবনে আয়োজিত নতুন লাইসেন্স ও পুনর নবীকরণ ক্যাম্পে বক্তব্য রাখতে গিয়ে এই তথ্য তুলে ধরেছেন নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন শ্রী মজুমদার ব্যবসায়ীদের প্রতি আহ্বান রেখে বলেন সময় মত সমস্ত কর প্রদান করে পুর নিগমকে উন্নয়ন কাজে সার্বিক সহযোগিতা করার জন্য। নতুবা যারা কর ফাঁকি দিচ্ছে তাদের জন্য আগামী দিনে আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।
রাজ্য
ট্যাক্স দিচ্ছে গড়ে ১২শতাংশ ব্যবসায়ী : মেয়র
- by janatar kalam
- 2023-04-28
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this