জো বাইডেন ২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করবেন কি না, তা নিয়ে রয়েছে বিস্তর সংশয়। বর্তমানে বাইডেনের বয়স ৮০ বছর। আগামী বছর তাঁর বয়স হবে ৮১ বছর। এত বছর বয়সে কোনওদিনই কোনও মার্কিন রাজনীতিবিদ রাষ্ট্রপতি হননি আমেররিকার।তবে সেই সব ইতিহাস মুছে ফেলে বাইডেন ২০২৪ সালের নির্বাচনে লড়াই করার পরিকল্পনা করছেন বলে জানা গিয়েছে। তবে বাইডেনের পুনরায় প্রার্থী হওয়াকে পছন্দ করছেন না খোদ তারই ডেমক্র্যাটিক পার্টির ৫০% ভোটার। আর তার কারণ হিসেবে উঠে আসছে বাইডেনের বয়স।মঙ্গলবার ছিল বাইডেনের প্রেসিডেন্ট পদে নির্বাচনী প্রচারণা শুরুর চতুর্থ বর্ষপূতির দিন। সেদিনই ভিডিওতে পুনরায় প্রতিদ্বন্দ্বীতার ঘোষণা করেছেন তিনি। উল্লেখ্য, ডেমক্র্যাটিক পার্টির প্রার্থী হওয়ার ঘোষণা করে ইতিমধ্যেই মাঠে নেমেছেন ভ্যাকসিন-বিরোধী আন্দোলনের নেতা রবার্ট এফ কেনেডি জুনিয়র এবং লেখক-রাজনীতিবিদ ম্যারিয়ানা উইলিয়ামস।উল্লেখ্য, ২০২০ সালের নির্বাচনে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে হোয়াইট হাউস দখল করেছিলেন বাইডেন। কিন্তু ঘরোয়া রাজনীতিতেও একাধিক ইস্যুতে কোণঠাসা হয়ে আছেন তিনি। তা সত্ত্বেও ২০২৪ সালে নির্বাচনে লড়লে রিপাবলিকান পদপ্রার্থীকে তিনি হারাতে পারবেন কি না তা নিয়ে সংশয় আছে দলের মধ্যেই।
বিশ্ব
২৪ এর প্রেসিডেন্ট নির্বাচনে ফের লড়বেন বাইডেন, ঘোষণা দিলেন নিজে
- by janatar kalam
- 2023-04-25
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this