জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের পাহাড় এলাকায় বসবাসকারী জনজাতিরা আজও নানা সমস্যার সম্মুখীন। রাস্তাঘাট পানীয় জল থেকে শুরু করে বহুবিধ সমস্যায় জর্জরিত রাজ্যের জনজাতিরা। জনজাতিদের আর্থিক সামাজিক উন্নয়নের দোহাই তুলে তিপ্রামথা এডিসি দখল করলেও তারাও সমস্যা সমাধানে ব্যর্থ। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে মথা দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে এখন বিধানসভায় বিরোধী দলের মর্যাদায় আসীন। বিরোধী দলনেতা হিসেবে মনোনীত হলেন অনিমেষ দেববর্মা। অবশেষে খানিকটা দেরী হলেও প্রত্যন্ত এলাকার জনজাতিদের চলমান সমস্যা নিয়ে এবার সরব হলেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবার খোয়াই জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকার জনজাতিদের একগুচ্ছ অভাব অভিযোগ এবং দাবি নিয়ে বিরোধী দলনেতা শ্রী দেববর্মার নেতৃত্বে এক প্রতিনিধি দল দারস্ত হলেন খোয়াই জেলা শাসকের। জেলাশাসকসহ অন্যান্য আধিকারিকদের সাথে এদিন এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন বিরোধীদল নেতা। সেখানে জেলার বিভিন্ন এলাকার রাস্তাঘাট ও পানীয় জল সহ নানা সমস্যার কথা তুলে ধরেন প্রতিনিধি দলের সদস্যরা। পরে জেলাশাসকসহ অন্যান্য আধিকারিকরা বিষয়গুলি খতিয়ে দেখে অবিলম্বে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার আশ্বাস দেন প্রতিনিধি দলের সদস্যদের। খোয়াই জেলাশাসক কার্যালয়ে বৈঠক শেষে আগরতলায় এসে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হলেন বিরোধী দলনেতা। সাংবাদিক সম্মেলনের শ্রী দেববর্মা জেলা শাসকের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে আলোচ্য বিষয়গুলি তুলে ধরে জানান দীর্ঘদিন ধরেই খোয়াই জেলার বিভিন্ন এলাকার নাগরিকরা নানান সমস্যায় ভুগছেন। তবে এইসব সমস্যার জন্য বিজেপি সরকারকে দোষারোপ দেওয়া যায় না। যেদিন থেকে ত্রিপুরা ভারতবর্ষের সাথে যুক্ত হয়েছে সেদিন থেকেই জনজাতিরা নানান দিক দিয়ে বঞ্চিত। এমনকি রাজন্য আমলেও।
রাজ্য
যেদিন থেকে ত্রিপুরা ভারতবর্ষের সাথে যুক্ত হয়েছে সেদিন থেকেই জনজাতিরা নানান দিক দিয়ে বঞ্চিত: বিরোধীদল নেতা অনিমেষ দেববর্মা
- by janatar kalam
- 2023-04-13
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this