2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

৩২ নং ওয়ার্ডের উদ্যোগে “আইজিএম হাসপাতাল সংলগ্ন গরিব মানুষদের মধ্যে খাদ্য বিতরণ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সেবাহি সপ্তাহ নামে গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে আগরতলায় দুস্থদের মধ্যে বিতরণ করা হলো দুপুরের আহার। যার নাম দেওয়া হয়েছে সামর্থ্য অন্ন কর্মসূচি। বুধবার আগরতলা পৌর নিগমের ৩২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আইজিএম হাসপাতাল চত্বরে দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয় দুপুরের খাবার। এতে উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, বিজেপি ৮ নং টাউন বড়দোয়ালী মন্ডলের সভাপতি সঞ্জয় সাহা সহ আরো অনেকে।এদিকে অনুরূপ আরেকটি কর্মসূচি অনুষ্ঠিত হয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ইন্দ্রনগর হরিজন কলোনিতে। বিজেপি মহিলা মোর্চার প্রদেশ কমিটির উদ্যোগে সেবা সপ্তাহকে সামনে রেখে এদিন কলোনির বাসিন্দাদের মধ্যে বিতরণ করা হয় দুপুরের খাবার। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌরনিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, বিজেপি মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী ঝর্ণা দেববর্মা, স্থানীয় কর্পোরেটর মুক্তা ভট্টাচার্য মজুমদারসহ অন্যান্য নেতৃত্ব।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service