জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির উন্নয়নকে বিশেষ অগ্রাধিকার দিয়েছে। বর্তমান কেন্দ্ৰীয় সরকারের অভিমত হল উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন না হলে ভারত এগিয়ে যেতে পারবেনা। এই লক্ষ্যে গত নয় বছরে শুধুমাত্র পূর্বোত্তরের রাজ্যগুলির উন্নয়নের জন্য পাঁচ লক্ষ কোটি টাকা ব্যয় করা হয়েছে। আজ সকালে হোটেল পলো টাওয়ারে সেন্ট্রাল এসোসিয়েশন অব প্রাইভেট সিকিউরিটি ইন্ডাস্ট্রি (ক্যাপসি) আয়োজিত নর্থ-ইস্ট সিকিউরিটি এডুকেশন এন্ড গ্লোবাল এমপ্লয়বিলিটি কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন (ডোনার), সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী কিসান রেড্ডি একথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবসময় বলে থাকেন উত্তর পূর্বাঞ্চলকে বাদ দিয়ে সমগ্র দেশ কখোনই এগিয়ে যেতে পারবেনা। প্রধানমন্ত্রীর লক্ষ্য হল আগামী দিন এই অঞ্চলকে ভারতের গ্রোথ ইঞ্জিন হিসেবে গড়ে তোলা। এই কর্মসূচিকে সামনে রেখেই দেশের বর্তমান সরকার কাজ করে চলেছে। তিনি বলেন, গত নয় বছরে এই অঞ্চলের উন্নয়নের জন্য অনেক কাজ করা হয়েছে। ২০১৪ সালের পূর্বে উত্তর পূর্বাঞ্চলের রাজাগুলিতে বিমানবন্দরের সংখ্যা ছিল ১টি। এখন এই সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৭তে দাঁড়িয়েছে । এতগুলি বিমানবন্দর তৈরী হওয়ায় স্বাভাবিকভাবেই এই অঞ্চলের ব্যবসা বাজ্জিা, শিল্প, পর্যটনের বিকাশ হচ্ছে। এই সময়ে শুধুমাত্র জাতীয় সড়ক নির্মাণ এবং সংস্কারের জন্য ২ লক্ষ কোটি টাকারও বেশী ব্যয় করা হয়েছে।
অনুষ্ঠানে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী শ্রী রেড্ডি বলেন, যে সমস্ত গ্রামে এখনও সেল ফোনের সংযোগ গড়ে ওঠেনি সেখানে আগামী ৫০০ দিনের মধ্যে এই যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হচ্ছে। এই অঞ্চলকে ভারতের জন্য উইন্ডো অব সাউথ এশিয়া হিসাবে ভাবা যেতে পারে বলে অভিমত ব্যক্ত করে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী বলেন, উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য যে সমস্ত কাজ করা দরকার তার সবই করা হবে। অবস্থানগত দৃষ্টিকোন থেকে এই অঞ্চল খুবই গুরুত্বপূর্ণ। এর একদিকে যেমন রয়েছে মায়ানমার, তেমনি অন্যদিকে রয়েছে বাংলাদেশ এবং চীন। তাই এই অঞ্চলের বিকাশে সবাই মিলে একসাথে কাজ করতে হবে। তিনি বলেন, এখানকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে রোজগার। এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য কেন্দ্রীয় সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির ছেলেমেয়েরা দেশের বিভিন্ন অংশে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করছে। তাদের এই ভূমিকা সত্যিই প্রশংসাযোগ্য। দেশের রাজধানী দিল্লীতে উত্তর পূর্বাঞ্চলের ছেলেমেয়েরা যাতে কোন সমস্যার মুখে না পড়েন সেজন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। কোরকারী নিরাপত্তারক্ষীদের কর্মদক্ষতা এবং সুযোগ সুবিধা আরও বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী এই ক্ষেত্রে যাতে পূর্বোত্তরের রাজ্যগুলির ছেলেমেয়েদের আরও বেশী করে আনা যায় তার জন্য সংশ্লিষ্টদের প্রামর্শ দেন। অপরদিকে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা বলেন, ২০১৮ সালে বিজেপি আইপিএফটি সরকার রাজ্যে ক্ষমতাসীন হবার পর ত্রিপুরার উন্নয়নে বিশেষ নজর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সমগ্র দেশের সঙ্গে ছোট রাজ্য ত্রিপুরাও এগিয়ে চলেছে। তিনি বলেন, আমাদের সবার লক্ষ্য এক। তা হচ্ছে ভারতকে সব দিক দিয়ে আত্মনির্ভর করে গড়ে তোলা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্যাপসির চেয়ারমান
কুমার বিক্রম সিং।
রাজ্য
কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির উন্নয়নকে বিশেষ অগ্রাধিকার দিয়েছে : কিষান রেড্ডি
- by janatar kalam
- 2023-04-11
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this