জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নেশায় আসক্ত হয়ে একদিকে যেমন রাজ্যের যুবসমাজ ধ্বংসের মুখে ঠিক তেমনি আবার বহু পরিবার বিপথে। শুধু তাই নয়, নেশার প্রতিবাদ করতে গিয়ে কখনো কখনো আবার গড়ছে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাও। এবার এমনই এক ঘটনায় রক্তাক্ত হয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন এক গৃহবধূ। আহত গৃহবধুর নাম সবিতা ধর। ঘটনা শনিবার সকালে খয়েরপুর মেখলিপাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, এদিন সকালে এলাকার এই বাসিন্দা মাধব ধর নেশা করে বাড়িতে এসে স্ত্রী সবিতা ধরের সাথে বিবাদে জড়িয়ে পড়ে। গৃহবধূ সবিতা সাত সকালে নেশায় আসক্ত হওয়ার প্রতিবাদ জানালে, স্বামী উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে সবিতার। জানা গেছে মাধব প্রতিনিয়ত নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে এসে তার স্ত্রীকে মারধর করে। এদিন যেন তা চূড়ান্ত আকার নেয়। ধারালো অস্ত্রে স্বামীর আক্রমণে গৃহবধূর সবিতা রক্তাক্ত হয়ে পড়লে বাড়ির পাশেই তার বাবার বাড়ির লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে জিবিতেই চলছে সবিতার চিকিৎসা। সাত সকালে এই ঘটনাকে ঘিরে গোটা মেখলিপারা এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। এদিকে আক্রান্ত গৃহবধূ জানান, এখন পর্যন্ত তার খোঁজ নিতে হাসপাতালে আসেননি স্বামী।
	রাজ্য
	
ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর মাথায় আঘাত স্বামীর
- by janatar kalam
- 2023-04-08
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	
Leave feedback about this