জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতিবছরের মতো এবারও আগরতলায় বসছে চৈত্র মেলা। পুর নিগমের ব্যবস্থাপনায় এবছর মেলা হবে আগরতলা শকুন্তলা রোড ও জ্যাকসন গেইট এলাকায়। শুরু হবে আগামী ৪ এপ্রিল থেকে। চলবে চৈত্র মাসের শেষ দিন পর্যন্ত। খানিকটা সস্তায় বিভিন্ন সামগ্রি ক্রয় করতে এই মেলায় শুধু আগরতলার আশপাশ এলাকার লোকজনই নয়, বিভিন্ন জেলা থেকেও ছুটে আসেন মানুষ।। মেলার সময়সীমা যত কমে আসে ততই উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়। চৈত্র মেলার বাজারে নতুন বছরের পঞ্জিকা, জামা কাপড়, জুতা ,থালা-বাসন, প্লাস্টিকের আসবাব থেকে শুরু করে প্রায় সব ধরনের জিনিস পাওয়া যায়। খানিকটা সস্তায় বিভিন্ন সামগ্রী এই মেলায় পাওয়া যায় বলে ক্রেতা বিক্রেতার হৈ হুল্লোড়ে সর গরম হয়ে উঠে গোটা শকুন্তলা রোড এলাকা। তাই বিগত দিনের মতোই এবারও মেলাকে সার্বিকভাবে সফল করে তুলতে ময়দানে নামলো পুর নিগম। শুক্রবার এমনটাই দেখা গেল শকুন্তলা রোড এলাকায়। এদিন নিগমের কর্মীরা ব্যবসায়ীদের জন্য নির্ধারিত জায়গা বন্টন করে দেন। নিগমের দেওয়া জায়গাতেই ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সামগ্রী বিক্রির জন্য নিয়ে বসবেন। সব মিলিয়ে চৈত্র মেলার প্রস্তুতি এখন তুঙ্গে।
রাজ্য
শুরু হল চৈত্র মেলার ভিটি বন্টন
- by janatar kalam
- 2023-03-31
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this