জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শহর আগরতলার নাগরিকদের একটা বড় অংশ বিশুদ্ধ পানীয় জলের অভাব, মশার মাত্রাতিরিক্ত উৎপাত, নেশাখোরদের তাণ্ডব, যানজট, রাজনৈতিক হিংসা প্রতি হিংসাসহ আরো নানাবিধ সমস্যায় জর্জরিত। এরমধ্যে সবচেয়ে বড় জলন্ত সমস্যা হল যেন মশা। তাই মশার উপদ্রব থেকে শহরবাসীকে মুক্ত করতে অবিলম্বে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ, পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা, পৌর নিগম এলাকায় চুরি ছিল তাই বন্ধ করতে ভ্রাম্যমান পুলিশী প্রহরার ব্যবস্থা জোরদার করা, বর্ষার মৌসুম শুরু হবার আগে জল নিষ্কাশনিক ব্যবস্থাগুলি উপযুক্ত রাখাসহ মোট ৯ দফা দাবিতে এবার সোচ্চার হলো আমরা বাঙালি পশ্চিম জেলা কমিটি। মঙ্গলবার দলের জেলা সচিব অশোক কুমার দাসের নেতৃত্বে এক প্রতিনিধি দল পৌরনিগমের মেয়রের সাথে দেখা করে তাদের দাবী সনদ সম্বলিত এক স্মারকলিপি তুলে দেন। মেয়র দাবি গুলি খতিয়ে দেখে আগামীদিন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিলেন প্রতিনিধি দলের সদস্যদের।
রাজ্য
৯ দফা দাবিতে এবার সোচ্চার হলো আমরা বাঙালি
- by janatar kalam
- 2023-03-28
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this