জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অসময়ে না ফেরার দেশে পাড়ি দিলেন রাজ্যের বহু প্রতিভা সম্পন্ন কবি চন্দ্রকান্ত মুরাসিং। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৬৭ বছর। অন্যান্য দিনের মতো সোমবার সকালে আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে প্রাত ভ্রমনে বের হয়েছিলেন কবি চন্দ্রকান্ত মুরাসিং। আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রা পরীক্ষা-নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে। আর এই সংবাদ ছড়িয়ে পড়তেই রাজ্যের শিল্পী সাহিত্য মহলে নেমে আসে গভীর শোকের ছায়া। প্রয়াত মুরাসিং ছিলেন অত্যন্ত বহু প্রতিভা সম্পন্ন কবি, লেখক, গদ্যকার। বাংলা এবং ককবরক উভয় ভাষাতেই তিনি ছিলেন স্বচ্ছন্দ। সংগীতের প্রতিও ছিল তার বিশেষ অবদান। সরকারি ও বেসরকারি স্তরে বহু পুরস্কারে ভূষিত হয়েছিলেন তিনি। এরকম একজন বিশিষ্ট কবির আকস্মিক মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ রাজ্যের গোটা সাহিত্য জগত। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন ছাড়াও রেখে গেছেন বহু শুভাকাঙ্ক্ষী। এদিন জিবি হাসপাতাল থেকে প্রয়াত কবির মৃতদেহ রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গনে নিয়ে আসা হলে সেখানে লেখক কবি সাহিত্যিক বুদ্ধিজীবী মহল থেকে শুরু করে সমাজের বিভিন্ন পেশার ব্যক্তিরা তাকে শেষ শ্রদ্ধা জানান।
রাজ্য
অসময়ে না ফেরার দেশে পাড়ি দিলেন রাজ্যের বহু প্রতিভা সম্পন্ন কবি চন্দ্রকান্ত মুরাসিং
- by janatar kalam
- 2023-03-27
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this