2024-12-20
Ramnagar, Agartala,Tripura
অপরাধ

কোটি টাকার স্বর্ণসহ গ্রেফতার এক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নগদ অর্থ, এক কোটি টাকার স্বর্ণসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আগরতলা জিআরপি থানার পুলিশ। ধৃত ব্যক্তিকে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এস পি অমিতাভ পাল। আবারো সাফল্য পেল আগরতলা জিআরপি থানার পুলিশ সকালে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে রাজধানী তেজস্বী এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালাতে গিয়ে এক ব্যক্তির কাছ থেকে ১৫৪০ গ্রাম স্বর্ণের বাট সহ নগদ ৬৭১০ টাকা উদ্ধার করেছে পুলিশ। ধৃত ব্যক্তির নাম আবুল বাশার, পিতার নাম আতর ইসলাম বাড়ি সোনামুড়া মহকুমায়। ধৃত আবুল বাশার জানায় স্বর্ণ গুলি গুয়াহাটি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে সে রাজধানী তেজস্বী এক্সপ্রেস এ উঠেছিল। এদিনের তল্লাশি অভিযানে নেতৃত্ব দিয়েছিল জিআরপি এসপি অমিতাভ পাল। পুলিশ আবুল বাশার কে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে আরো তথ্য জানার জন্য। প্রসঙ্গত সোনামুড়া থেকে আগরতলা হয়ে রেলপথে প্রায়ই সোনা সহ অবৈধ গাঁজা, পুলিশের চোখে ফাঁকি দিয়ে প্রায়ই পরিবহন করে চলেছে, চোরা চালান কারবারিরা। কিছু কিছু সময় পুলিশের অতি সক্রিয়তা দেখা গেলেও অধিকাংশ সময়েই চোরাচালান কারবারিরা পগার পার হয়ে যায় বলে জানা যায়। অবাদেই চোরাচালান কারবারিরা বিভিন্ন সামগ্রী অবৈধভাবে রেলপথে বহির রাজ্যে নিয়ে যাচ্ছে। এ নিয়ে পুলিশের আরো সক্রিয়তার প্রয়োজন বলে মনে করছেন তথ্যভিজ্ঞ মহল।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service