2024-12-15
agartala,tripura
রাজ্য

আগরতলা প্রেস ক্লাবের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বুধবার আগরতলা প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সাথে এক সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন। আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য ও ক্লাবের প্রাক্তন সম্পাদক প্রণব সরকারের নেতৃত্বে কার্যকরী কমিটির সবাই সকাল ১১ টায় মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন সম্পাদক রমাকান্ত দে। আলোচনায় মুখ্যমন্ত্রী আগরতলা প্রেস ক্লাবের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন ও আগরতলা প্রেস ক্লাব বিল্ডিংএর চার তলা ব্যবহারের সুবিধার জন্য লিফটের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন। তাছাড়া আগরতলা প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটি আজ আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের সাথেও সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন। আলোচনায় মেয়র আগরতলা প্রেস ক্লাবের দীর্ঘদিন ধরে আটকে থাকা ড্রেইনের কাজটি দ্রুত সম্পন্ন করে দেওয়ার আশ্বাস দেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service