2024-12-18
agartala,tripura
অপরাধ

তপন ভৌমিক হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাস্তা অবরোধ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানী আগরতলা কুঞ্জবন এলাকার বাসিন্দা বিজেপির একনিষ্ঠ কর্মী তথা কুঞ্জবন স্পোটিং এসোসিয়েশনের সভাপতি তপন কুমার দাস ২রা মার্চ ভোটের ফলাফলের দিন গণনার শেষে জমায়েত স্থল থেকে নিজ বাড়িতে ফেরার পথে কিছু দুষ্কৃতিকারীদের প্রাণঘাতী হামলার সম্মুখীন হন। এতে তপনসহ আরো বেশ কয়েকজন গুরুতর আহত হলে তাদেরকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে টানা কয়েকদিন চিকিৎসা চলার পর সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তপন। পরে মৃতদেহ ময়নাতদন্তের শেষে তার নিজ বাড়ি কুঞ্জবন এলাকায় নিয়ে যাওয়া হলে বিজেপি দলের স্থানীয় কর্মী সমর্থক ও ক্লাবের সদস্যরা ক্ষুব্দ হয়ে মৃতদেহ রাস্তায় নামিয়ে বিক্ষোভে সামিল হন। তপন ভৌমিক খুন কাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই মৃতদেহ রাস্তায় নামিয়ে এদিন দুপুরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। ভিআইপি সড়ক অবরোধ করে রাস্তা অবরোধের জেরে দুই পাশে আটকে পড়ে বহু যানবাহন। এই ঘটনার খবর পেয়ে এনসিসি থানার পুলিশ এবং রাজ্যের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা ও বড়জলা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাস দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তারা সেখানে গিয়ে অবরোধকারীদের সাথে কথা বলে মৃত তপন ভৌমিকের পরিবার-পরিজনদের সমবেদনা জানান। পরে উপস্থিত পুলিশ আধিকারিকদের সাথে কথা বলে দুষ্কৃতিকারীদের গ্রেফতারের দাবী জানান তারা। পুলিশ অবরোধকারী ও প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী ও বিধায়কের দাবি মেনে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেয় বিজেপি দলের কর্মী সমর্থক ও স্থানীয় ক্লাবের সদস্যরা। তপনের মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় এখন থমথমে পরিবেশ বিরাজ করছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service