জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজেপি নেতৃত্বাধীন দ্বিতীয় জোট সরকারের মন্ত্রিসভার শপথ গ্রহণ প্রক্রিয়ার শেষ হতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে শাসক নেতাকর্মীদের বিজয়ী উৎসব। এলাকায় এলাকায় হোলির উৎসবের অনুকরণে বাহারি রঙের খেলায় মেতে উঠে কর্মী সমর্থকরা। নিজেদের পছন্দের দলের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তাই দলের কর্মী সমর্থকদের বিজয় উৎসব করাটাই স্বাভাবিক। কিন্তু যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে দুষ্কৃতিকারীরা সন্ত্রাস অব্যাহত রেখেছে তাতে করে উদ্বিগ্ন শাসকদলের প্রদেশ নেতৃত্ব। এছাড়া সামনেই রয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। তাই পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজয় উৎসবের শেষ সময়সীমা শনিবার পর্যন্ত বেধে দেয় প্রদেশ নেতৃত্ব। ফলে স্বাভাবিকভাবেই প্রদেশ বিজেপি নেতৃত্বের নির্দেশ মেনে শনিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে শেষবারের মতো বিজয় উৎসবে সামিল হয় কর্মী সমর্থকরা। ব্যতিক্রম ছিলনা রাজধানী আগরতলা শহরও। দল দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসায় এদিন ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি নেতাকর্মী সমর্থকরাও বিজয় উৎসবে শামিল হয়েছেন। যদিও এই কেন্দ্র থেকে শাসক দল ছিনিয়ে নিতে পারেনি। এরপরেও রাজ্যের সার্বিক ফলাফলের ভিত্তিতে এই কেন্দ্রের পরাজিত প্রার্থী পাপিয়া দত্তকে ৬ আগরতলা কেন্দ্রে বিজয় মিছিলের আয়োজন করে মন্ডল। বিজয় মিছিলকে কেন্দ্র করে এদিন দলীয় কর্মী সমর্থকদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা।
রাজ্য
দ্বিতীয়বারের মতো বিজেপি দল ক্ষমতায় আসায় ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রেও পালিত হলো বিজয় উৎসবে
- by janatar kalam
- 2023-03-11
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this