2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

দপ্তর বন্টিত হল মন্ত্রীদের মধ্যে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দায়িত্ব বন্টন করা হয়েছে রাজ্য মন্ত্রিসভার সদস্যদের শুক্রবার এক বিজ্ঞপ্তিতে রাজ্যপালের আদেশানুসারে রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা জানিয়েছেন,স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, পি ডব্লিউ ডি এবং অবন্টিত অন্যান্য দপ্তরগুলি আপাতত থাকছে মুখ্যমন্ত্রী প্রফেসর ডা : মানিক সাহার হাতে। এছাড়া বিদ্যুৎ, কৃষি এবং কৃষক কল্যাণ, নির্বাচন দপ্তর থাকছে মন্ত্রী রতন লাল নাথের দায়িত্বে, অর্থ, পরিকল্পনা এবং সমন্বায়ক , তথ্যপ্রযুক্তি দপ্তর থাকছে মন্ত্রী প্রনজিত সিংহ রায়ের দায়িত্বে, খাদ্য জনসংবরন ও ভোক্তা বিষয়ক, পরিবহন এবং পর্যটন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী সুশান্ত চৌধুরীকে, শিল্প এবং বাণিজ্য, কারা ও অন্যান্য পশ্চাৎপদ জাতি উন্নয়ন দপ্তরের দায়িত্ব থাকছে মন্ত্রী সান্তনা চাকমার কাছে। যুব কল্যাণ, ক্রীড়া, সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা, শ্রম দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী টিংকু রায়কে, উপজাতি কল্যাণ, হস্ততাত হস্ত কারু সেরিকালচার এবং পরিসংখ্যান দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী বিকাশ দেববর্মাকে, তপশিলি জাতি কল্যাণ প্রাণী সম্পদ বিকাশ ও মৎস্য দপ্তরের দেওয়া হয়েছে মন্ত্রী সুধাংশু দাসকে, কর্পোরেশন, উপজাতি কল্যাণ, টিআরপি এন্ড পিটিজি এবং সংখ্যালঘু কল্যাণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়াকে।প্রসঙ্গত আপাতত পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন হওয়ার আগে বন্টিত দপ্তর গুলির দায়িত্ব পালন করে যাবেন মন্ত্রীরা। বাকি দফতর গুলি একাই সামলাবেন মুখ্যমন্ত্রী।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service