জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চন্দ্রপুর এলাকায় অগ্নিকাণ্ডে ভস্মিভূত ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সঙ্গে কথা বলেন মেয়র দীপক মজুমদার। আশ্বাস দেন পর্যাপ্ত সাহায্য সহায়তার।হুঁশিয়ারি দেন দুষ্কৃতিকারীদের উদ্দেশ্যে, বলেন আইনিভাবে কঠোর হস্তে মোকাবেলা করা হবে তাদের। প্রায় প্রতিদিনই এখন রাজ্যের কোন না কোন এলাকায় অগ্নিকাণ্ডের মতো ধ্বংসলীলায় মেতে উঠেছে একাংশ দুষ্কৃতীকারী। আর এতে করে সহায় সম্পত্তি থেকে শুরু করে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকার একমাত্র সম্বল হারিয়ে ক্ষতিগ্রস্তরা এখন দিশাহারা। রাজ্যের মুখ্যমন্ত্রী দুষ্কৃতিকারীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেও, একে যেন বৃদ্ধাঙ্গুল দেখিয়ে চলেছে তারা। যা গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন। এর মধ্যেই গত বুধবার রাতে এমনই এক ভয়াবহ নাশকতামূলক অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হলেন রাজধানী আগরতলার চন্দ্রপুর বাজারের সাতজন ব্যবসায়ী। সেদিন রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুড়ে ভস্মিভূত হয়ে যায় বাজারে সাতটি দোকান। শুক্রবার অগ্নিকাণ্ডের স্থল পরিদর্শন করলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। স্থানীয় কর্পোরেটর সোমা মজুমদার, সুখময় সাহা, সীমা দেবনাথ ও সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের বিজিত প্রার্থী পাপিয়া দত্তকে সাথে নিয়ে এদিন ঘটনাস্থল পরিদর্শন করলেন মেয়র। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং আশ্বাস দেন সরকারিভাবে সাধ্য অনুযায়ী তাদেরকে কিছুটা সহায়তা করার।মেয়র দীপক মজুমদার আরো বলেন, গত ২৫ বছরে যে সমস্ত সন্ত্রাস হত সেগুলি এখন বন্ধ করা হয়েছে।নতুন করে যারা এই সন্ত্রাসে লিপ্ত হচ্ছে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এদিন সর্বস্বান্ত দোকানদাররা মেয়র দীপক মজুমদার ও অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ তুলে ধরেন। বলেন দ্বিতীয়বার বিজেপি সরকার প্রতিষ্ঠাতা হওয়ার পর এরকমটা হবে সেটা ছিল সম্পূর্ণ ধারণার বাইরে।
রাজ্য
ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত সাহায্যের আশ্বাস
- by janatar kalam
- 2023-03-10
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this