জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :* সরকারি দপ্তরের কাজের গতি ফিরাতে এবার কাউন্ট ডাউন ক্যালেন্ডার করবে সরকার। বাংলায় যাকে বলে উল্টো গণনা। নতুন মন্ত্রিসভার বৈঠক শেষে কর্মচারীদের উদ্দেশ্যে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা। রাজ্যের বিজেপি আইপিএফটি জোটের দ্বিতীয় মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে বুধবার। বৈঠকে পরিষদীয় মন্ত্রীদের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষেই মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা তার সরকারি আবাসে সাংবাদিকদের মুখোমুখি হন। বলেন নতুন সরকারের প্রথম পদক্ষেপ হবে দ্রুত গতিতে উন্নয়ন কাজকে ত্বরান্বিত করা। তার জন্য প্রতিটি দপ্তরে লাগানো হবে উল্টো গোনার ক্যালেন্ডার। মুর্দা কথা কাউন্ট ডাউন পদ্ধতিতে প্রশাসনিক কাজকর্ম ত্বরান্বিত করা হবে। মুখ্যমন্ত্রী এদিন রাজনৈতিক সংঘর্ষকারীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, কিছু কিছু জায়গায় আমি দেখেছি একটা স্বার্থান্বেষী মহল বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছে। সাধারণ মানুষের উপর অযথা হামলা হজ্জতি করছে। তবে সংঘর্ষকারীদের সতর্ক থাকতে হবে যে কোন উশৃঙ্খলতাকেই বরদাস্ত করা হবে না, পুলিশ প্রশাসনকে স্পষ্ট নির্দেশ দেওয়া আছে, আইন আইনের পথেই চলবে। নির্বাচনের আগে বিজেপির রাষ্ট্রীয় সভাপতির ঘোষিত ভীষণ ডকুমেন্টস পুঙ্খানুপুঙ্খভাবে পালন করার লক্ষ্যে এগিয়ে চলবে সরকার। অগ্রাধিকারের ভিত্তিতে শিক্ষা-স্বাস্থ্য এগ্রিকালচার ও অন্যান্য বিষয়গুলিকে গুরুত্ব আরোপ করা হবে। মূল উদ্দেশ্য থাকবে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠাত করা। সাধারণ মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে বললেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এদিন রাজ্যের জনজাতি অংশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের উপরও বিশেষ গুরুতরূপ করবেন বলে । বলেন উপজাতিদের আত্মসামাজিক উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে কি কি করতে হবে সেগুলিকে আগে চিহ্নিত করা হবে। উপজাতিদের সর্বাঙ্গীন উন্নয়ন করায়ই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য থাকবে। এদিনের মন্ত্রিসভায় স্পোটেম স্পিকার নিয়েও সিদ্ধান্ত গৃহীত হয়েছে। খুব সম্ভবত আগামী ১৫ মার্চ শপথ বাক্য পাঠ করবে নির্বাচিত বিধায়করা। ঐদিন স্পোটেম স্পিকারের দায়িত্ব পালন করবেন পানিসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিনয় ভূষণ দাস। এদিন মুখ্যমন্ত্রী আরও জানান আগামী দুই একদিনের মধ্যেই দপ্তর বন্টন হয়ে যাবে মন্ত্রীদের মধ্যে। কেননা কিছুদিনের মধ্যেই প্রকাশ করতে হবে ভোট অন একাউন্টস। তারপরেই অনুষ্ঠিত হবে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার বৈঠক।
রাজ্য
আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের লক্ষ্য :মানিক
- by janatar kalam
- 2023-03-09
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this