জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১২৫ বছরে পদার্পণ করেছে বক্সনগরের ধীরেন্দ্র চন্দ্র সাহার বাড়ির দোল উৎসব। বাড়ির শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা মন্দিরে এ বছরও ঘটা করে পালন করা হয়েছে দোলযাত্রা উৎসব। হিন্দু শাস্ত্রে উল্লেখ রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী ও গোপিনীদের সাথে আজকের দিনে রং খেলেছিল।আবার এই দিনেই শ্রীচৈতন্য মহারাজের জন্ম হয়েছিল। বসন্তের আগমনীতে প্রতি বছর মূলত তার জন্যই দোল উৎসব পালিত হয়ে থাকে। সোনামুড়া মহাকুমার বক্সনগরে বনেদি পরিবার ধীরেন্দ্র চন্দ্র সাহার বাড়িতে গত 124 বছর ধরে ধর্মীয় রীতি অনুসারে মহাসমাগমে পালন করা হয় দোল উৎসব। এবছর ধীরেন্দ্র চন্দ্র সাহার বাড়ির দোল উৎসব 125 বছরে পদার্পণ করেছে। মাঝে দুই বৎসর করোণা অতি মারির জন্য অনারম্বর ভাবে পালিত হলেও এ বছর আয়োজন করা হয়েছে মহাসাড়ম্বরে। এবছর দোল পূর্ণিমায় সাহা পরিবারের আত্মীয়-স্বজন ছাড়াও এলাকার বহু ভক্তপ্রাণ মানুষের উপস্থিতি পরিলক্ষিত হয়। এদিন ভক্তদের মধ্যে মহা প্রসাদ বিতরণ করা হয়েছে।
রাজ্য
১২৫ বছরে পদার্পণ সাহাবাড়ির দোল উৎসব
- by janatar kalam
- 2023-03-07
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this