2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

মুখ্যমন্ত্রী নির্বাচনে হিমন্তের চমকে তাকিয়ে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৮ মার্চ শপথ গ্রহণ অনুষ্ঠান হবে রাজ্যের নতুন মন্ত্রিসভার। প্রস্তুতি নিতে রাজ্যে এসে পৌঁছেছেন নেডার চেয়ারম্যান তথা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার বিকেলে বিশেষ বিমানে রাজ্যে এসে পৌঁছেছেন নেডার চেয়ারম্যান তথা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কে হবেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী এ নিয়ে চর্চা চলছে সর্বত্র। তবে পরিশধীয় দলের সিদ্ধান্ত ক্রমেই মুখ্যমন্ত্রী নির্বাচন করা হবে বলে জানা গিয়েছে। রাতেই আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিজেপির নির্বাচিত সমস্ত বিধায়কদের নিয়ে বৈঠকে বসবেন বলে জানা যায়। এদিন বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসামের মুখ্যমন্ত্রী ত্রিপুরায় বিজেপির এই জয়কে প্রত্যাশিত জয় বলেই মন্তব্য করেন।সাংবাদিকদের অপর এক প্রশ্নের উত্তরে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, রাজ্যের উন্নয়নে তথা উপজাতি এলাকার উন্নয়নে বদ্ধপরিকর হবে তার সরকার।উপজাতি এলাকা উন্নয়ন ছাড়া কখনোই ত্রিপুরার উন্নয়ন সম্ভব নয়। তিপরা মথা দল প্রসঙ্গে আসামের মুখ্যমন্ত্রী বলেন , নির্বাচনের আগেও তাদের সাথে কয়েক দফায় আলোচনা হয়েছে।এখনো রাজ্যের উন্নয়নে তথা উপজাতি এলাকার উন্নয়নে আলোচনা করতে প্রস্তুত রয়েছে বিজেপি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service