জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর রাজধানী আগরতলার এমবিবি স্টেডিয়ামকে আরো আধুনিক করে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। এর মধ্যে রয়েছে স্টেডিয়ামে ফ্লাইড লাইট নির্মাণ। মূলত দিবারাত্রি ম্যাচ পরিচালনার জন্য স্টেডিয়ামে প্রথমবারের মতো নির্মাণ করা হচ্ছে এই লাইট। এর জন্য ব্যয় করা হয়েছে ১৫ থেকে ১৬ কোটি টাকা। স্টেডিয়ামের চারটি জায়গায় বসছে এই চারটি টাওয়ার। এলইডি সম্পন্ন এই টাওয়ার দেশের অন্যান্য আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ফ্লাইড লাইটের সমতুল্য। কাজ চলছে এখন জোর কদমে। আগামী মে মাসের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হবার কথা রয়েছে। আর এই ফ্লাইড লাইট নির্মাণ কাজ শেষ হলে দিবারাত্রি ম্যাচ পরিচালনা করা যেমন সম্ভব হবে, তেমনি রাজ্যের ক্রিকেটাররা রাতেও অনুশীলন করার সুযোগ পাবে। বুধবার স্টেডিয়ামের ফ্লাইড লাইট নির্মাণ কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সহ-সভাপতি তিমির চন্দ।
খেলা
এমবিবি স্টেডিয়ামে ফ্লাইড লাইট নির্মাণ
- by janatar kalam
- 2023-03-01
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this