2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

আমি আমার ভোট দিলাম : মানিক

নির্বাচন কমিশনের ঘোষনা অনুযায়ী বৃহস্পতিবার রাজ্যের ত্রয়োদশতম বিধানসভার নির্বাচন। এদিন সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে এক যুগে শুরু হয় ভোট গ্রহণ প্রক্রিয়া। নির্বাচন কমিশনের তরফে গোটা রাজ্যে ভোটকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করায় অনেকটা ভয় মুক্ত পরিবেশেই ভোটাররা সাত সকালে ভোট কেন্দ্রমুখী হয় এদিন। ফলে প্রতিটি বুথ কেন্দ্রেই সকাল সকাল লক্ষ্য করা গেল ভোটারদের দীর্ঘ লাইন। সাধারণ ভোটারদের সাথে এদিন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করলেন বিশিষ্ট ব্যক্তিরাও। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার স্ত্রী পাঞ্চালি ভট্টাচার্যকে সাথে নিয়ে ভোটাধিকার প্রয়োগ করলেন নিজের সরকারি আবাসন থেকে ঢিল ছড়া দূরত্বে থাকা শিশু বিহার স্কুলে। গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসবে শামিল হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করে এদিন বিরোধী দলনেতা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে অনেকটা অভিযোগের সুরে বলেন, আমি আমার ভোট দিলাম। কিন্তু এখন পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী কিছু কিছু জায়গায় ভোট প্রহসনে পরিণত করার অভিযোগ উঠেছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service