2024-12-15
agartala,tripura
রাজ্য

জিরো রিপোল নির্বাচনের প্রস্তুতি : কিরন গিত্তে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরো ভায়োলেন্সে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারীক কিরণগিত্তে। ভোট কর্মীসহ নিরাপত্তাকর্মীদের সঙ্গে সরাসরি কথা বলে সুবিধা ও অসুবিধার কথা জেনে নির্বিঘ্নে ভোট গ্রহণ করার নির্দেশ দেন নির্বাচন আধিকারিক। বুধবার ভোট কর্মীদের ভোটগ্রহণ কেন্দ্রে রওনা দেওয়ার সময় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিরন গিত্তে। সকালে রাজধানীর উমাকান্ত একাডেমিতে সদর মহকুমার সমস্ত ভোট কর্মীরা উপস্থিত হয়ে তাদের ভোট সামগ্রী সংগ্রহ করে নিজ নিজ ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই সময়ে আচমকাই উমাকান্ত একাডেমির ময়দানে এসে হাজির পশ্চিম জেলার জেলাশাসক তথা রিটার্নিং অফিসার দেবপ্রিয় বর্ধন ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্তে। এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, নির্বাচন কমিশন চাইছে জিরো ভায়োলেন্সে নির্বাচন সম্পন্ন করার জন্য। সেই ভাবে সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রগুলিকে সাজানো হয়েছে।এবারের ভোটগ্রহণ কেন্দ্রগুলোতে দিব্যাঙ্গ ব্যক্তিদের জন্য রেম রেলি সবকিছুর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি পানীয় জল, বিদ্যুৎ শৌচালয়, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, সব কিছুরই ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচনী অধিকারীক।এবারের নির্বাচনে জিরো ভায়োলেন্সের পাশাপাশি জিরো রি পোলের লক্ষ্যমাত্রা নিয়েছে নির্বাচন কমিশন। তার জন্য রাখা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, যাতে করে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। ভোটদানে যাতে বাধাপ্রাপ্ত না হয় ভোটাররা। এ বছর সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা ও রাখা হয়েছে। তবে বাড়ানো হয়েছে মহিলা পরিচালিত ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service