2024-12-18
agartala,tripura
রাজ্য

ক্যাডার রাজ মুক্ত হয়েছে ত্রিপুরা : মোদি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার বামফ্রন্ট আর কংগ্রেস কখনই রাজ্যের উন্নয়ন করবে না , ত্রিপুরার মানুষকে গরিব থেকে আরও গরিব বানানোর ষড়যন্ত্র করছে তারা।আপনাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করতে বামফ্রন্ট এবং কংগ্রেসকে বিদায় করুন। তবেই সুরক্ষিত থাকবে আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ।বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ত্রিপুরার বিধানসভা নির্বাচন এবার কেন্দ্রীয় সরকারের কাছে পাখির চোখের মত। বলতে গেলে কেন্দ্রীয় মন্ত্রিসভার পুরোটাই ঘাঁটি গেড়ে বসেছে ত্রিপুরার বিধানসভা নির্বাচনে। সোমবার দ্বিতীয়বারের মতো নির্বাচনী প্রচারে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রধানমন্ত্রীর সভা ছিল রাজধানীর আস্তাবল ময়দানে। বেলা দুইটায় প্রধানমন্ত্রীর সভা শুরু করার কথা থাকলেও খানিকটা দেরিতে সবাই অংশগ্রহণ করেছেন।এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই প্রধানমন্ত্রীর তীব্র আক্রমণ করেন সিপিআইএম এবং কংগ্রেসকে। সি পি আই এম কংগ্রেস আপনাদের জীবন বরবাদ করে দেবে। এই দুটি দল কখনোই ত্রিপুরার মানুষকে উপরে উঠতে দেবে না। নব প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র করছে। প্রধানমন্ত্রী বলেন, এই সিপিএম এবং কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন দিল্লি থেকে যদি ১০০ টাকা পাঠানো হতো ত্রিপুরার জনগণ পেতো মাত্র 15 টাকা। বাকি ৮৫ টাকা সিপিআইএম কংগ্রেসের পকেটে ঢুকে যেত। বর্তমানে ১০০ টাকা পাঠালে ১০০ টাকায় ত্রিপুরার সাধারণ গরিব মানুষের পকেটে ঢুকছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আস্থাবল ময়দানে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন আমি স্পষ্ট দেখছি ত্রিপুরায় আরেকবার বিজেপি সরকার গড়তে যাচ্ছে। আপনারাও দৃঢ়প্রতিজ্ঞ হয়ে বিজেপি এবং তার সহযোগী দলগুলিকে ভোট দান করুন।
নরেন্দ্র মোদী বলেন ত্রিপুরার নওজোয়ানরা চান্দা অর ঝাণ্ডার হাত থেকে রক্ষা পেয়েছে। পুনরায় তারা আর এই কোম্পানিকে ঘুরিয়ে আনবে না।এবারের নির্বাচনেও কোম্পানিকে একেবারে বিসর্জন দেবে। ত্রিপুরায় দীর্ঘ বছর ক্যাডার রাজ কায়েম হয়েছিল, সরকারি দপ্তরে চলছিল ক্যাডার রাজ, পুলিশের উপরে ক্যাডার রাজ, সরকারি চাকরি পেতে গেলে ক্যাডার রাজ, এই সব কিছু থেকে ত্রিপুরাবাসী মুক্তি পেয়েছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। ২০২৩ বিধানসভা নির্বাচনের মোদির শেষ প্রচারে আস্তাবল ময়দানের রীতিমতো ঝড় উঠেছে। জাতীয় উপজাতি উভয় অংশের লোক ঠাই দাঁড়িয়েছিল প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার লক্ষ্যে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service