2024-12-15
agartala,tripura
রাজ্য

সারা দেশের সাথে শনিবার রাজ্যেও বসে জাতীয় লোক আদালত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সারা দেশের সাথে শনিবার রাজ্যেও বসে জাতীয় লোক আদালত। ত্রিপুরা রাজ্য আইনসভা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই জাতীয় লোক আদালতের কাজ এদিন সকাল ১০টা থেকে শুরু হয়। মূলত দীর্ঘদিন ধরে পড়ে থাকা বিভিন্ন মামলা সহজেই নিষ্পত্তি করার লক্ষ্যেই এই লোক আদালতের আয়োজন। ত্রিপুরা উচ্চ আদালত ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে সরকারি ছুটির দিনে এই লোক আদালত বসে। মোট ৫২ টি বেঞ্চে ৬,৬৬৪ টি মামলা নিষ্পত্তির জন্য এদিন ধার্য করা হয়। এর মধ্যে মামলা পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত ৩,৯৪৯ টি বিষয় এবং আদালতে বিচারাধীন ২,৭১৫ টি মামলা রয়েছে। জাতীয় লোকআদালতে ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত ৩,১৪৯ টি মামলা, মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ মামলা ২২৬ টি, জমির অধিগ্রহণ সংক্রান্ত ৩ টি মামলা, দূরসঞ্চার নিগমের অনাদায়ী বিল সংক্রান্ত বিরোধের ৮০০ টি মামলা, আপোষযোগ্য ফৌজদারি বিরোধের (এমবি অ্যাক্ট, টিপি অ্যাক্ট) ২,১৮০ টি মামলা, বৈবাহিক বিরোধের ১৮৩ টি মামলা, চেক বাউন্স সংক্রান্ত ৮৫ টি মামলা এবং অন্যান্য দেওয়ানি সংক্রান্ত ৩৭ টি মামলা নিস্পত্তির জন্য তোলা হয়। এরমধ্যে ত্রিপুরা উচ্চ আদালতে একটি বেঞ্চ বসে। এই বেঞ্চে ২৬ টি মামলা নিষ্পত্তির জন্য নির্ধারণ করা ছিল। এছাড়া আগরতলা আদালত চত্বরে লোক আদালতে সবচেয়ে বেশি ১০ টি বেঞ্চ বসে এদিন। এই আদালতে উপস্থিত থেকে দ্রুত মামলা নিষ্পত্তির জন্য বাদী বিবাদী উভয় পক্ষকেই আগামী নোটিশ দেওয়া হয়েছিল। যদিও প্রত্যাশা অনুযায়ী অনেকেই ছিলেন গড় হাজির। এরপরেও বেশ কিছু সংখ্যক মামলা এদিন সহজে নিষ্পত্তি হয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service