জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নিঃশর্ত ক্ষমা চাইতে হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। নতুবা বৃহত্তর আন্দোলনে নামবে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ ও ত্রিপুরা রাজ্য নমশূদ্র সমাজকল্যাণ পরিষদ। শুক্রবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে ত্রিপুরা রাজ্য সমাজ কল্যাণ পরিষদের কর্মকর্তাগণ অভিযোগ করে বলেন, পশ্চিমবঙ্গে মতুয়াদের আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের শ্রীশ্রী গুরুদেব হরিচাঁদ গুরুচাঁদ দেবদের ব্যাঙ্গাত্মক ভাষায় বিকৃতভাবে উচ্চারণ করেছেন। তার জন্য অবিলম্বে মুখ্যমন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। নতুবা আন্দোলন দীর্ঘ থেকে দীর্ঘতর হবে বলে জানিয়েছেন সংগঠন কর্মকর্তারা।
রাজ্য
মতুয়াদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে মমতার
- by janatar kalam
- 2023-02-10
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this