2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

২৪ প্রতিশ্রুতির সংকল্প পত্র প্রকাশ বিজেপির

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার হাত ধরে উন্নত ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সংকল্পপত্র ২০২৩-র উন্মোচন হল। প্রতিশ্রুতির সংখ্যা মাত্র ২৪ টি। পাশাপাশি রয়েছে পাঁচ বছরের শাসনের রিপোর্ট কার্ড..উন্নত ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সংকল্পপত্র ২০২৩ আদতে ত্রিপুরাবাসীর ইচ্ছা স্বপ্ন আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। এর মাধ্যমে রাজ্যের সার্বিক উন্নয়নে মনোনিবেশ করাই দলের একমাত্র লক্ষ্য। সমাজের সকল শ্রেণীর মানুষের চাহিদাও পূরণ করা হবে। শিক্ষা থেকে শুরু করে ব্যবসা , বাণিজ্য,নিরাপত্তা , অর্থাৎ সমাজের সকল শ্রেণীর মানুষের নিরাপত্তা এবং সমৃদ্ধির সুনিশ্চিত পরিকল্পনা এখানে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রবীন্দ্র ভবনে দলের ভারতীয় সভাপতি জে পি নাড্ডা বিধানসভা নির্বাচন উপলক্ষে ২৪ টি প্রতিশ্রুতি দেওয়া যে সংকল্প পত্র প্রকাশ করেন তাতেই উল্লেখ রয়েছে এসব। সংকল্প পত্রে জনজাতিদের উদ্দেশ্যে বলা হয়েছে প্রস্তাবিত ১২৫ তম সংবিধান সংশোধনী বিলের এক্তিয়ারের মধ্যে টি টি এ এ ডি সি-কে বৃহত্তর স্বায়ত্ব শাসন এবং অতিরিক্ত আইনি , নির্বাহী , প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা প্রদানের লক্ষ্যে পুনর্গঠন করা হবে।. জনজাতীয় সংস্কৃতি ও অধ্যায়নের গবেষণা প্রচার ও সংরক্ষণের জন্য গন্ডা ছড়ায় মহারাজা বীর বিক্রম মানিক্য জনজাতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে ,প্রধান সমাজপতিদের সম্মানী ভাতা প্রতিমাসের ২০০০ টাকা থেকে বাড়ি ৫০০০ টাকা করা হবে ইত্যাদি। শিক্ষিত কর্মহীন বেকার যুবক-যুবতীদের জন্য কর্মসংস্থানের সরকারি বেসরকারি কিংবা আত্মনির্ভর কোন ব্যবস্থার কথা উল্লেখ করা হয়নি। কেবল সহায়তা , কয়েকটি যোজনা , ভাতা বাড়ানো , আর্থিক সহায়তা ,ঘরে ঘরে নল বাহিত জল , কলেজ ছাত্র-ছাত্রীদের স্মার্টফোন প্রদান, প্রবীণ নাগরিকদের ভর্তুকিতে তীর্থযাত্রা এবং পর্যটনের উন্নয়ন ইত্যাদি ভাসা ভাসা বিষয়ের ছড়াছড়ি রয়েছে সংকল্প পত্রে। সংকল্পপত্রে পাঁচ বছরের যে সাফল্যের খতিয়ান তুলে ধরা হয়েছে তার সঙ্গে ২৪ টি প্রতিশ্রুতির কথা অনেক দুর্বল বলে মনে করা হচ্ছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service