2024-11-16
agartala,tripura
অপরাধ

নির্বাচনের প্রাক্কালে সাতসকালে এক মহিলার মৃতদেহ উদ্ধার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সামনেই রাজ্যের বিধানসভা নির্বাচন। আর এই গুরুত্বপূর্ণ নির্বাচনের প্রাক্কালে সাতসকালে খোদ থানার একশ মিটারের মধ্যে অপরিচিত এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি। ঘটনা কৈলাসহর থানার পাশে আর.কে.আই স্কুলের মাঠে। সোমবার সকালে প্রাতভ্রমণকারীদের নজরে প্রথম দেখতে পায় এই মৃতদেহটি। পরে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কৈলাসহর থানায়। খবর পেয়ে কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ, ঊনকোটি জেলার ডি.এস.পি বীমা সিনহার নেতৃত্বে বিশাল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনা স্থলে ছুটে যায়। ফরেনসিক আধিকারিকও আসে ঘটনা স্থলে। কৈলাসহর থানার একশ মিটারের মধ্যে অবস্থিত আর.কে.আই স্কুলের মাঠের পাশে কৈলাসহরের অস্থায়ী ক্রিকেট এসোসিয়েশনের বিল্ডিংয়ের পাশে এই মৃতদেহটি পরে থাকে। মৃতদেহ উদ্ধারের ঘটনার খবর চাউর হতেই গোটা শহরের বিভিন্ন এলাকার মানুষ মৃতদেহটি দেখতে ভিড় জমায়। তবে আর.কে.আই স্কুলের মাঠের এক প্রান্তে ক্রিকেট এসোসিয়েশনের অস্থায়ী বিল্ডিং এবং মাঠের অপর প্রান্তে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাটা তার রয়েছে। সেই আন্তর্জাতিক সীমান্তে চব্বিশ ঘণ্টা বি.এস.এফের ডিউটি থাকা স্বত্বেও এবং কৈলাসহর থানার পুলিশের নাকের ডগায় এভাবে এক অপরিচিত মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা কৈলাসহর শহরে তীব্র আতংক বিরাজ করছে। তবে, ডি.এস.পি বীমা সিনহা জানান যে, মৃত মহিলার কোন পরিচয় জানা যায়নি। কৈলাসহর থানায় কোন মহিলার নিখোঁজ ডায়েরি নেই।তবে মৃত মহিলার শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। প্রথমিক ভাবে আত্মহত্যা নাকি মার্ডার কোনোটাই বলছে না পুলিশ। তবে, মৃতদেহের পাশে একটি প্লাস্টিকের ব্যাগে কিছু কাগজ পত্র এবং দুইটি ব্যাংকের পাসবুক পাওয়া গেছে। এগুলো তদন্ত করা হচ্ছে বলে ডি.এস.পি বীমা সিনহা জানান।পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঊনকোটি জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service