জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সচিবালয় সংলগ্ন এলাকাতে গড়ে উঠতে চলেছে অত্যাধুনিক ব্যবস্থাপনা সম্পন্ন রাজ্য পুলিশের মহা নির্দেশকের নতুন কার্যালয়। প্রায় এক একর জমিতে কয়েক কোটি টাকা ব্যয়ে তৈরি করা হবে সরকারি এই নতুন ভবনটি। এতে করে একই ছাদের তলায় স্বরাষ্ট্র দপ্তরের যাবতীয় কাজ করা সম্ভব হবে। রবিবার ভূমি পূজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হল পুলিশ মহা নির্দেশক কার্যালয়ের নতুন পাকা ভবন নির্মাণের কাজ। একপ্রকার ধর্মীয় রীতি মেতে মেনে পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে ভূমি পূজা করলেন রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এদিনের এই অনুষ্ঠানে ভূমি পূজা ও ফলক উন্মোচনের পর মুখ্যমন্ত্রী আরক্ষা কর্মীদের দেওয়া অভিবাদন গ্রহণ করেন।
রাজ্য
ভূমি পূজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হল পুলিশ মহা নির্দেশক কার্যালয়ের নতুন পাকা ভবন নির্মাণের কাজ
- by janatar kalam
- 2023-01-08
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this