2024-12-21
Ramnagar, Agartala,Tripura
অপরাধ

সহকর্মীর দায়ের আঘাতে গুরুতর জখম এক বৃদ্ধ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মীয় প্রতিষ্ঠানে এবার রক্তাক্তের ঘটনা। সহকর্মীর দায়ের আঘাতে গুরুতর জখম এক বৃদ্ধ, বর্তমানে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঘটনা সোমবার সকালে শিলাছড়ির বুদ্ধ মন্দিরে। জানা যায় এই মন্দিরেই বসবাস করছেন শীলাছড়ি আইমারা এলাকার বাসিন্দা তাঞ্জা মগ। এদিন সকালে ভাত রান্নাকে কেন্দ্র করে সহকর্মীর সাথে বিবাদে জড়িয়ে পড়েন তাঞ্জা। এর মধ্যেই আচমকা দা দিয়ে এলোপাতাড়ি তাঞ্জার মাথায় আঘাত করে, তার সহকর্মী। এতে রক্তাক্ত হয়ে পড়েন তাঞ্জা। বিষয়টি প্রত্যক্ষ করতে পেরে মন্দিরের অন্যান্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শান্তিরবাজার হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার আঘাত গুরুতর হওয়ায় সঙ্গে সঙ্গে তাকে জিবি হাসপাতালে হস্তান্তর করা হয়। বর্তমানে জিবিতেই আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তাঞ্জা। পরবর্তী সময়ে অভিযোগ মূলে পুলিশ আটক করে অভিযুক্ত সহকর্মীকে। মন্দিরের মধ্যে ভাত রান্নাকে ঘিরে সহকর্মীর দায়ের আঘাতে বৃদ্ধ গুরুতর জখম হওয়ার ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service