2024-12-16
agartala,tripura
রাজ্য

উত্তর-পূর্বের সর্ব বৃহৎ প্রকল্প হচ্ছে রাজ্যে : মানিক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা হবে ওয়ান অফ দা বেস্ট সিটি ইন নর্থইস্ট জোন। উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বোচ্চ কার পারকিং কাম মাল্টিপ্লেক্স বিল্ডিং হচ্ছে আগরতলা। যেটা শহরের সৌন্দর্যায়নকে আরও অনেক গুণে বাড়িয়ে তুলবে। বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা।উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে সুন্দর শহরের রূপ নিচ্ছে ত্রিপুরার রাজধানী আগরতলা। আগামী কয়েক বছরের মধ্যেই রাজ্যবাসী সুফল ভোগ করতে পারবে আগরতলার মাল্টিলেভেল কার পারকিং অ্যান্ড কমার্শিয়াল কমপ্লেক্সের।যেখানে থাকবে শপিং মল, ফুড কোর্ট, মাল্টি প্লেক্স,কিডস প্লে এরিয়া, এন্ড গেমিং জোন, রেস্টুরেন্ট এন্ড হোটেল ও ব্যাংকুয়েট হল এছাড়াও থাকবে 280 টি গাড়ি পার্কিংয়ের জায়গা। মুখ্যমন্ত্রী এদিন বক্তব্য রাখতে গিয়ে আরও বলেন, রাজ্যের জাতীয় সড়ক উন্নয়নে কেন্দ্রীয় সরকার 10 হাজার 222 কোটি টাকা বরাদ্দ করেছে , বর্তমানে 6টি জাতীয় সড়কের কাজ চলছে, কেন্দ্রীয় সরকার আরও সাতটি জাতীয় সড়কের অনুমোদন দিয়েছে, এছাড়াও চারটি রউফওয়ে হবে রাজ্যে। আগরতলার পুরনো মোটর স্ট্যান্ডে এই মাল্টিপ্লেক্স কমপ্লেক্সের ভূমি পুজন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত , কর্পোরেটর রত্না দত্ত , নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং, পুর নিগমের কমিশনার ডা: শৈলেশ যাদব এবং নির্মাণ সংস্থা তিরুপতি প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর প্রেম কুমার আগরওয়াল সহ পুর নিগমের অন্যান্য কর্পোরেটর গন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service