জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অবশেষে সরকারি কর্মচারীদের জন্য ১২ % DA ঘোষণা করলো সরকার। সরকারি কর্মচারীদের DA নিয়ে এতদিন ধরে যে ঢাক গুড় গুড় ছিল তার অবসান হলো মঙ্গলবার। গত ২৫ বছরেও একসঙ্গে এতটা ডি এ কোন সরকার ঘোষণা করতে পারেনি। চওড়া হাসি ফুটেছে নিয়মিত অনিয়মিত কর্মচারীদের মুখে। মঙ্গলবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অর্থমন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মাকে পাশে বসিয়ে সরকারি কর্মচারীদের জন্য ১২% ডি এ ঘোষণা করলেন। পাশাপাশি ডি আর ডব্লিউ ,, এম আর ডব্লিউ , পিটি ডব্লিউ , কন্টিজেন্ট এবং এই শ্রেণীর কর্মচারীদের জন্য গড়ে ৫০ শতাংশ বেতন বৃদ্ধি করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান রাজ্য সরকারের নিয়মিত কর্মচারীর সংখ্যা রয়েছে এক লক্ষ ৪ হাজার ৬০০ জন , পেনশনার রয়েছেন ৮০ হাজার ৮০০ জন এবং অনিয়মিত কর্মচারীর সংখ্যা রয়েছে ৮৬০০ জন। সর্বমোট এক লক্ষ ৯৪ হাজার কর্মচারী মঙ্গলবারের ঘোষণায় উপকৃত হবেন। এজন্য সরকারের প্রতি মাসে অতিরিক্ত ব্যয় হবে ১২০ কোটি টাকা। বছরে ব্যয় হবে চৌদ্দশ ৪০কোটি টাকা। সরকারের এই ঐতিহাসিক ঘোষণায় বেকাদায় পড়ে গেল বিরোধীরা। গুছিয়ে কিছু বলার খেই হারিয়ে ফেলেছেন তারা। তারপরও সরকারবিরোধী কথা না বললে তাদের সাংগঠনিক দুর্বলতা প্রকাশ পেয়ে যাবে এবং কর্মী-সমর্থকদের কাছে মুখ রক্ষা করা যাচ্ছে না ,এই ভাবনা থেকে কংগ্রেস সিপিএম তৃণমূল নেতৃত্ব D A প্রদান নিয়ে এড়ে বক্তব্য রাখছেন। আসন্ন বিধানসভা নির্বাচনে সরকারের বিরুদ্ধে প্রচারের প্রধান হাতিয়ারটাও হাতছাড়া হয়ে গেল।
রাজ্য
১২% ডিএ ঘোষণায় চওড়া হাসি ফুটেছে নিয়মিত অনিয়মিত কর্মচারীদের চোখেমুখে
- by janatar kalam
- 2022-12-27
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this