2024-11-16
agartala,tripura
রাজ্য

পাণীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের নবগঠিত বিভাগীয় কার্য্যালয়-এর উদ্বোধন করে “মন কী বাত” অনুষ্ঠান শেষে কম্বল বিতরণ করেন মন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পাণীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের নবগঠিত জিরানিয়া বিভাগীয়_কার্য্যালয়-এর শুভ উদ্বোধন করেছে ডি ডব্লিউ এস দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। রানীর বাজারে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের সচিব অভিষেক সিং, রানীরবাজার পুর পরিষদের চেয়ারপার্সন অপর্ণা শুক্ল দাস, ভাইস-চেয়ারপার্সন প্রবীর কুমার দাস, পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের মুখ্য বাস্তুকার শ্যামলাল ভৌমিক, জিরানিয়া মহাকুমার মহাকুমা শাসক শান্তি রঞ্জন চাকমা, মহকুমা পুলিশ আধিকারিক হিমাদ্রি প্রসাদ দাস,বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক, সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা |এদিকে এদিন ১০-মজলিশপুর নিজ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হরিজয় চৌধুরী পাড়া এলাকার সাধারণ মানুষের সাথে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী’র মন কী বাত অনুষ্ঠান শুনেছে মন্ত্রী সুশান্ত চৌধুরী । পাশাপাশি “মন কী বাত” শুনার অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় জনগণের সাথে কথা বলে তাঁদের নানা সমস্যা সম্পর্কে অবহিত হয় এবং এলাকার জনপ্রতিনিধি হিসেবে সেগুলোর অতিদ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেছে। অনুষ্ঠান শেষে মন্ত্রী সুশান্ত চৌধুরী স্থানীয় বয়স্ক মানুষের মধ্যে ১৫০টি_কম্বল করেছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service