জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রীর হাত ধরেই নতুন করে বেশ কয়েকটি প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হলো রাজ্যে। পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার মাত্র ঘন্টা খানেকের জন্য রাজ্য সফরে আসেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও নির্ধারিত সময়ের খানিকটা দেরিতেই এদিন আগরতলার মাটিতে পা রাখেন তিনি। এরপরেও ধৈর্যের বাঁধ ভাঙতে দেখা যায়নি সমাবেশে উপস্থিত সাধারণ জনতার মধ্যে। নির্বাচনের মুখে প্রধানমন্ত্রীর রাজ্য সফর সফল করে তুলতে সরকারিভাবে ও দলীয় স্তরে গত বেশ কিছুদিন ধরেই গোটা রাজ্য জুড়ে চলছিল নানা কর্মসূচি। লক্ষ্য ছিল প্রধানমন্ত্রীর সমাবেশকে ঐতিহাসিক রূপ দেওয়া। অবশেষে সেই লক্ষ্যমাত্রা প্রত্যাশিত হলো। রবিবার সকাল গড়িয়ে বেলা বাড়তেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষের জনঢল নামে রাজধানী আগরতলায়। আস্তাবল ময়দান অতিক্রম করে শহরের বিভিন্ন অলিগলি পথ দখল নেয় জনতা। কোথাও যেন তিল ধারনের ক্ষমতা ছিল না। যেভাবে এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো হাজারো মানুষ আগরতলা শহরমুখী হয় তাতে করে স্বাভাবিকভাবেই অনেকটা স্বস্তির নিশ্বাস দেখা দেয় শাসক শিবিরে।
রাজ্য
নির্বাচনের মুখে প্রধানমন্ত্রীর রাজ্য সফর সফল, মানুষের জনঢল নামে রাজধানী আগরতলায়
- by janatar kalam
- 2022-12-18
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this