2024-12-22
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে ঘিরে শহরে চলছে সাফাই অভিযান কর্মসূচিসহ ব্যাপক প্রচার : অসীম ভট্টাচার্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী ১৮ ডিসেম্বর আগরতলায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর রাজ্য সফরকে ঘিরে প্রশাসনিকভাবে ও দলীয়স্তরে চলছে জোরদার প্রস্তুতি। রাজ্যের ভূমিতে পা রেখে সেদিন প্রথমেই প্রধানমন্ত্রী আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। আর সেই প্রকাশ্য সমাবেশকে ঐতিহাসিক রূপ দিতে গোটা রাজ্য জুড়ে ব্যাপক প্রচার কর্মসূচি সংঘটিত করে চলেছে শাসক দল বিজেপি। শহরের বিভিন্ন প্রান্তে চলছে এখন সাফাই অভিযান কর্মসূচিসহ ব্যাপক প্রচার। বৃহস্পতিবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে একথা জানান বিজেপি সদর শহর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য। ভট্টাচার্য এদিন জানান সংগঠনের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী সমাবেশে প্রচুর সংখ্যক লোক সামিল হবেন। এর জন্য সব জায়গাতেই চলছে ব্যাপক প্রচার কর্মসূচি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service