2024-12-15
agartala,tripura
রাজ্য

প্রতিটি প্রকল্পই সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে : সান্তনা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের কাজের গতি আরো বৃদ্ধি করতে এবার রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠকের আয়োজন করে দপ্তর। বুধবার আগরতলা প্রজ্ঞা ভবনে দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমার পৌরহিত্যে আয়োজিত বৈঠকে ছিলেন দপ্তরের সচিব, অধিকর্তা, উপ-অধিকতাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তের সিডিপিও এবং সুপারভাইজাররা। গুরুত্বপূর্ণ এই পর্যালোচনা বৈঠকে কেন্দ্র ও বর্তমান রাজ্য সরকারের গৃহীত নতুন নতুন প্রকল্প গুলি নিয়ে আলোচনা করেন মন্ত্রী আধিকারিকরা। এতে প্রত্যেকেই প্রকল্প গুলি সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপর সবচেয়ে বেশি গুরুত্বারোপ করেন। রাজ্যভিত্তিক এই পর্যালোচনা বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে এদিন দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা বলেন, বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা প্রদান নিয়ে প্রতিনিয়ত বিরোধীরা মিথ্যা অপপ্রচার করছে। প্রতিটি প্রকল্পই সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service