জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের ত্রয়োদশ বিধানসভা নির্বাচনের সম্ভাব্য সময়সূচী ধরে নিয়ে ইতিমধ্যেই সব কয়টি রাজনৈতিক দল ভোট প্রস্তুতিতে নেমে পড়ল। এবারের এই বিধানসভা নির্বাচন বিরোধীদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। রাজনৈতিক মহলের মতে বিরোধীরা আসন্ন নির্বাচনে ঘুরে দাঁড়াতে না পারলে আগামী দিন কঠিন পরিস্থিতির সম্মুখীন হবেন নেতৃত্ব। তাই ঘুরে দাঁড়ানোর লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই গোটা রাজ্য জুড়ে প্রতিদিন বিভিন্ন ইস্যু নিয়ে রাস্তায় রয়েছে বিরোধী দল সিপিআইএম। এরমধ্যেই রবিবার সকালে সরকারি ছুটির দিন আগরতলা শহরে বাইক মিছিলের মহড়া দেখাল পার্টির সদর বিভাগীয় কমিটি। এদিন আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে সুবিশাল লাল ঝাণ্ডার বাইক মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিল থেকে আওয়াজ উঠে রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের মৌলিক সমস্যা গুলি সমাধানের জন্য বর্তমান শাসকদের পরাস্ত করার। এদিনের এই বাইক মিছিলে নেতৃত্ব দেন সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস।
রাজ্য
গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের মৌলিক সমস্যা গুলি সমাধানের দাবী নিয়ে সিপিআইএমের বাইক মিছিল
- by janatar kalam
- 2022-12-11
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this