জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বেহাল রাস্তা মেরামত কিংবা সংস্কারের দাবি স্থানীয় জনগণ বারবার জানিয়ে আসলেও তেমন কোন সুফল নেই। যার ফলে প্রায় সময় দেখা যায় ভুক্তভোগী জনগণকে দাবি আদায়ের লক্ষ্যে রাস্তায় নামতে। এবার রাস্তায় নেমেই দাবি পূরণ করলেন পুর নিগমের তিন নম্বর ওয়ার্ডের বড়জলা ওয়ার্ড অফিস পাড়া, মধ্য ভূবন বন এলাকার একাংশ নাগরিক। জনগণের দাবি মেনে পুর নিগমের টুয়েপ তহবিল থেকে কয়েক লক্ষ টাকা খরচ করে তিন তিনটি রাস্তায় ইটের প্রলেপ দিলেন এলাকার কর্পুরেটর জগদীশ দাস। মধ্য ভূবনবনের ভবতোষ দাসের বাড়ি হইতে হরে কৃষ্ণ দাসের বাড়ি পর্যন্ত, বড়জলা ওয়ার্ড অফিস পাড়ার নকুল মন্ডলের বাড়ি হইতে চন্দন দাসের বাড়ি পর্যন্ত এবং রতন দাসের বাড়ি হইতে রঞ্জন শীলের বাড়ি পর্যন্ত রাস্তাটি ইটসোলিং করা হলো।। রবিবার সকালে এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে একসাথে তিনটি ইট সোলিং রাস্তার সূচনা করলেন এলাকার কর্পোরেটর জগদীশ দাশ। খানিকটা দেরিতে হলেও দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হওয়ায় স্বাভাবিকভাবেই এই এলাকার নাগরিকরা খুশি।
রাজ্য
দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত করলেন এলাকার কর্পোরেটর জগদীশ দাস
- by janatar kalam
- 2022-12-11
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

Leave feedback about this