2025-01-02
Ramnagar, Agartala,Tripura
খেলা

রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর পরিকাঠামোগত উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে:ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা’র গৌরবোজ্জ্বল উপস্থিতি রাজ্য সরকারের আর্থিক আনুকূল্যে এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের তত্বাবধানে ১০মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শচীন্দ্র নগর বিদ্যালয়ের ময়দানে নবনির্মিত বিশ্বমানের সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হল সোমবার। আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার নির্দেশনা অনুযায়ী এই সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠটি তৈরি করা হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন,“ আমাদের সরকার ফুটবলকে জাগিয়ে, ফুটবলের পরিকাঠামোর উন্নয়ন এবং নতুন প্রতিভা অন্বেষণের মাধ্যমে ফুটবলের মান উন্নীত করার বিষয়ে আন্তরিকভাবে কাজ করে চলেছে। রাজ্যের ক্রীড়াক্ষেত্রকে এগিয়ে নেওয়ার জন্য, রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর পরিকাঠামোগত উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। শচীন্দ্রনগরে এই বিশ্বমানের সিনথেটিক টার্ফ ফুটবল ফিল্ড নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদানের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা:মানিক সাহা এবং উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মাকে ধন্যবাদ জানিয়েছে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর মন্ত্রী সুশান্ত চৌধুরী।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service