জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা একসাথে নিয়োগের দাবিতে আবারো সোচ্চার।সোমবার বেকারদের এক প্রতিনিধি দল সাতসকালে ছুটে যান মুখ্যমন্ত্রীর নিজ বাসভবনে। কিন্তু মুখ্যমন্ত্রী অন্য কাজে ব্যস্ত থাকায় তাদের সময় দিতে পারেননি। ফলে নিরুপায় হয়েই এদিন আগরতলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন তারা। নিজেদের দাবি আদায় করার লক্ষ্যে সম্প্রতি এই বেকাররা ত্রিপুরার টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ করে। এই সংগঠনের ব্যানারে আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসোসিয়েশনের কর্মকর্তারা তাদের বক্তব্য তুলে ধরে জানান, সোমবার মুখ্যমন্ত্রীর শরণাপন্ন হবার চেষ্টা করেন তারা। কিন্তু দেখা করতে ব্যর্থ। তাই এসোসিয়েশনের দাবি রাজ্যের গুণগত শিক্ষার উন্নতির লক্ষ্যে স্কুল গুলিতে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষক-স্বল্পতা দূরীকরণে উত্তীর্ণ বেকার যুবক-যুবতীদের সবাইকে যেন একসাথে নিয়োগের উদ্যোগ গ্রহণ করে প্রশাসন। আগামী কিছুদিনের মধ্যে সরকার সদর্থক ভূমিকা গ্রহণ না করলে তারা আন্দোলনে নামতে বাধ্য হবেন বলেও জানান এদিন।
রাজ্য
আগামী কিছুদিনের মধ্যে সরকার সদর্থক ভূমিকা গ্রহণ না করলে তারা আন্দোলনে নামবেন এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা
- by janatar kalam
- 2022-12-05
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this