2024-11-25
agartala,tripura
রাজ্য

হিংসা ও অশান্তির বিরুদ্ধে বিজেপি, কিছু মানুষ চাইছে রাজ্যের পরিবেশকে অশান্ত করতে : রতন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চরিলামে সংগঠিত রাজনৈতিক হিংসাত্মক ঘটনায় মৃত্যু হয় সিপিআইএম দলের এক কর্মী। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। যাদের চিকিৎসা চলছে এখন আগরতলা জিবি হাসপাতালে। চিকিৎসাধীন দলীয় কর্মীদের দেখতে বৃহস্পতিবার হাসপাতালে ছুটে গেলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী। রাজনৈতিক সংঘর্ষে আক্রান্ত দলীয় কর্মীদের দেখতেই তার এই হাসপাতাল সফর। পরিদর্শন কালে তিনি আক্রান্ত দলীয় কর্মীদের সাথে কথা বলে চিকিৎসার যাবতীয় খোঁজখবর নেন। পরের সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে অধ্যক্ষ শ্রী চক্রবর্তী বলেন হিংসা ও অশান্তির বিরুদ্ধে বিজেপি। কিছু মানুষ চাইছে রাজ্যের পরিবেশকে অশান্ত করতে। রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে এই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। আসলে তা নয়, রাজ্যের সাধারণ আইন-শৃঙ্খলা যথেষ্ট ভালো আছে। এসব ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে রাজনৈতিক রঙ না দেখে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান রাখেন অধ্যক্ষ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service