2024-12-20
Ramnagar, Agartala,Tripura
অপরাধ

দুষ্কৃতীদের পূর্বপরিকল্পিত আশ্চর্যজনক হামলায় গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মী : সুশান্ত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চরিলামে দুষ্কৃতীদের পূর্বপরিকল্পিত আশ্চর্যজনক হামলায় গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মী। বুধবার আহত দলীয় কর্মীদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে জিবি হাসপাতালে ছুটে যান রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন তিনি সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে বলেন ত্রিপুরার পবিত্র ভূমিতে সন্ত্রাস ও সহিংসতার কোনো স্থান নেই। বিরোধী অশুভ শক্তিগুলি চড়িলামের পাশাপাশি সমগ্র রাজ্যের উন্নয়ন ও মর্যাদাকে কলঙ্কিত করতে এমন সহিংসতা সৃষ্টি করছে।অগণতান্ত্রিক পন্থায় রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য সংগঠিত এই ঘৃণ্য ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেবেন রাজ্যের সচেতন নাগরিকেরা বলে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service