জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন ২০২৩ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছেন সমস্ত রাজনৈতিক দল। সেদিক থেকে পিছিয়ে নেই শাসক দল বিজেপি আইপিএফটি জোট। পাহাড় থেকে সমতল সব জায়গায় চসে বেড়াচ্ছেন শাসক দলের নেতৃত্বরা। কেননা নির্বাচনী লড়াই আর বেশিদিন নেই সুতরাং এই লড়াইয়ে জয় লাভের জন্য কি ধরনের কৌশল অবলম্বন করা যায় তা নিয়ে রাজ্যের প্রভারী মহেন্দ্র শর্মার সাথে বৈঠক সারলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। তার পাশাপাশি তাদের আলোচনার মধ্যে উঠে আসে সাংগঠনিক বিষয়ের উপর কৌশল অবলম্বনে পদক্ষেপ এর বিষয়ও। বলা বাহুল্য ২০১৮ বিধানসভা নির্বাচনে ২৫ বছরের ক্ষমতাসীন বামফ্রন্ট সরকারকে ক্ষমতাচ্যুত করে রাজ্যবাসীকে মুক্তির সূর্য দেখিয়েছেন এই বিপ্লব কুমার দেবই, সুতরাং এত সহজে বিরোধীদের ছেড়ে দেওয়ার বিষয়ে যে তিনি রাজি নন তা একপ্রকার স্পষ্টতা পেয়েছে এবং এই ২০২৩ বিধানসভা নির্বাচনে বিরোধীদের জমানত জব্দ করে ষাটে ষাট আসন নিয়ে বিধানসভাকে বিরোধী শূন্য করে স্বস্তির নিঃশ্বাস নেবেন তা এই দিনের বৈঠক থেকে স্পষ্টতা পেয়েছে। এখন দেখার রাজ্যবাসীর প্রিয় নেতা বিপ্লব কুমার দেব আগামী ২০২৩ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কি ধরনের ম্যাজিক প্রদর্শন করবেন।
রাজ্য
২০২৩ বিধানসভা নির্বাচনে বিরোধীদের জমানত জব্দ করে ষাটে ষাট আসন নিয়ে ফিরবো : বিপ্লব
- by janatar kalam
- 2022-11-29
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this