জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রোজগার মেলায় ৬৮৬ জনের হাতে চাকরির অফার তুলে দিলেন মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার ৪ সদস্য । মুখ্যমন্ত্রী বলেন , ত্রিপুরাকে সারা ভারতবর্ষে এক নম্বর ত্রিপুরা বানানোর লক্ষ্যে কাজ করে চলছে রাজ্য সরকার। তার জন্য প্রয়োজন আপামোর রাজ্যবাসীর সহযোগিতা। বেকারদের প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করেছে বিজেপি সরকার। শুধু ত্রিপুরা নয় সারাদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রোজগার মেলার মাধ্যমে বেকারদের হাতে তুলে দিচ্ছে চাকরির অফার। সরকারি-বেসরকারি বিভিন্ন সেক্টরে শূন্যপদ পূরণের মাধ্যমে বেকারদের কর্মসংস্থান দেওয়ার ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার যৌথভাবে।তারই সুফল ভোগ করছে রাজ্যের বেকার যুবক যুবতীরা। সরকার প্রতিটি মানুষের কর্মসংস্থানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত দুই আড়াই বছর কঠিন সময় কাটিয়েছে দেশবাসী। বর্তমানে দেশ উন্নয়নের পথে হাঁটছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটের মডেলকে কাজে লাগাতে চাইছে সারাদেশে। আমরা চাইছি দেশে এক নাম্বার মডেল হোক ত্রিপুরা। মন্তব্য মুখ্যমন্ত্রী প্রফেসর ডা : মানিক সাহার। এদিনের মেলায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের তপশিলি জাতি কল্যাণ ও শ্রম দপ্তরের মন্ত্রী ভগবান দাস বলেন , আগে একটা সময় ছিল বেকার যুবক যুবতীরা হতাশায় দিন যাপন করত। যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরির আশা করতে পারত না।কেননা আগেকার সরকারের আমলে চাকরি পেতে হলে লাইনে যেতে হতো। বছরের-পর-বছর মিছিলে পা মেলাতে হতো তাদের সঙ্গে। আর এখন চাকরি হচ্ছে যোগ্যতার নিরিখে। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত চাকুরী মেলায় ট্রান্সফারেন্সি সরকারের উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরেছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। বলেন বর্তমান রাজ্য সরকারের স্বচ্ছতা প্রকাশ পেয়েছে। চাকরির অফারেই। রাজ্যে এমন দৃষ্টান্ত রয়েছে একই বেকারের হাতে চার-চারটি অফার। শেষ পর্যন্ত জয়েন করেছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে। এদিন বক্তব্য রাখতে গিয়ে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার চাইছে আত্মনির্ভর ভারত আত্মনির্ভর ত্রিপুরা করতে। আর সেই আত্মনির্ভর ত্রিপুরার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে রোজগার মেলা। এদিনের অনুষ্ঠানে রাজ্য পুলিশের মহানির্দেশক , রাজ্য সরকারের মুখ্য সচিব সহ অন্যান্য বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। শুধু চাকরির অফার নয়, এদিন বেকার যুবক-যুবতীদের স্বনির্ভরতার লক্ষ্যে সরকারি বিভিন্ন প্রকল্পে ঋণও তুলে দেওয়া হয় তাদের হাতে।
রাজ্য
রোজগার মেলায় ৬৮৬ জনের হাতে চাকরির অফার তুলে দিলেন মুখ্যমন্ত্রী
- by janatar kalam
- 2022-11-28
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this