জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বৈজ্ঞানিক সমাজতন্ত্রের অন্যতম স্থপতি ফ্রেডরিক অ্যাঙ্গেলসের জন্মজয়ন্তী বিগত দিনের মতোই আবারো যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করলো রাজ্য সিপিআইএম নেতৃত্ব। এবছর অ্যাঙ্গেলসের ২০৩ তম জন্মদিন। সোমবার সকালে রাজ্যে কেন্দ্রীয়ভাবে মূল অনুষ্ঠানটি হয় আগরতলায় দলের রাজ্য দপ্তর দশরথ দেব স্মৃতি ভবনে। সেখানে অ্যাঙ্গেলসের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান উপস্থিত নেতৃত্ব। অ্যাঙ্গেলসের প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিন সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য নারায়ণ কর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, কমিউনিস্ট মেনুফেস্টু রচিয়তা ছিলেন কার্ল মার্কস ও অ্যাঙ্গেলস। মার্কসবাদ যুগ যুগ ধরে প্রাসঙ্গিক। যারা মনে করতেন সোভিয়েত ইউনিয়নের পতনের পরে মার্কসবাদ লেনিনবাদ মৃত, তারা এখন বুঝতে পারছেন যে মার্কসবাদ লেনিনবাদই হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠতম বৈজ্ঞানিক মতবাদ যার কখনো ধ্বংস হতে পারে না।
রাজ্য
মার্কসবাদ লেনিনবাদই হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠতম বৈজ্ঞানিক মতবাদ যার কখনো ধ্বংস হতে পারে না : নারায়ণ কর
- by janatar kalam
- 2022-11-28
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this