জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চন্ডিপুর মূর্তিছড়ায় চা-বাগিচা শ্রমিক সহ অন্যান্যদের নিয়ে জন্মদিনের অনুষ্ঠান পালন করেছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব l শ্রী দেব বলেন ,প্রতিটি অংশের নাগরিকদের সম্মান প্রতিষ্ঠা ও অধিকার সুরক্ষা আমাদের অন্যতম অগ্রাধিকার l ভূমির বন্দোবস্ত সহ গুচ্ছ পরিকল্পনার সুফল হিসেবে চা-বাগিচা শ্রমিকরা এক উজ্জ্বল ভবিষ্যতের সন্ধান পেয়েছেন l তাঁদের আতিথেয়তায় আমি আপ্লুত l এদিন সাংসদ বিপ্লব কুমার দেব মূর্তিছড়া কালী মন্দিরে মায়ের দর্শন ও কৃপা প্রার্থনাও করেন।
রাজ্য
চা শ্রমিকদের সাথে জন্মদিন উদযাপন করলেন বিপ্লব
- by janatar kalam
- 2022-11-25
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this