জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিকাশ বা ডেভলপমেন্ট কখনোই সম্ভব যখন মানুষ সচেতন থাকে। সচেতন মানুষ বিকাশের পরিবেশ বজায় রাখলেই দ্রুতগতিতে বিকাশ করা সম্ভব হয়। বললেন সাংসদ রেবতী ত্রিপুরা। প্রতি ঘরে সুশাসনের অঙ্গ হিসেবে গোটা রাজ্য জুড়ে চলছে বিকাশ মেলা। তারই অঙ্গ হিসেবে ধলাই জেলা জুড়ে আয়োজন করা হয়েছে বিকাশ মেলা। শুক্রবার আমবাসা চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় জেলা ভিত্তিক বিকাশ মেলা ও লাভারথি সন্মেলন । এদিনের এই বিকাশ মেলার উদ্বোধন করেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা। শ্রী ত্রিপুরা বক্তব্য রাখতে গিয়ে বলেন , কোন এলাকার উন্নয়ন তখনই সম্ভব যখন এলাকার পরিবেশ সুষ্ঠু থাকে এবং এলাকার মানুষ থাকে সচেতন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪৭ আমবাসা কেন্দ্রের বিধায়ক পরিমল দেববর্মা, জেলার জেলা শাসক সিদ্ধার্থ শিব জয়সোয়াল, আমবাসা পৌর পরিষদের চেয়ারম্যান মমতা দাস সহ অন্যান্যরা। এদিনের বিকাশ মেলা ও লাভারথি সন্মেলনে সরকারি বিভিন্ন স্টল খোলা হয়। স্টল থেকে এলাকার লোকজন বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করে। মেলায় মোট ২৩ টি স্টল খোলা হয়। এই স্টল গুলি থেকে সুবিধাভোগীরা তাদের বিভিন্ন জরুরী কাগজপত্র অতি সহজেই তৈরি করে। এ প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রেবতী ত্রিপুরা বলেন , মানুষের কাছে প্রশাসনকে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আয়োজিত হয়েছে বিকাশ মেলা,: রাজ্যে বিজেপি সরকার আসার পর প্রশাসনকে মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে বিকাশ মেলার মাধ্যমে। এদিন বিভিন্ন সুবিধাভোগির মধ্যে প্রশাসনের বিভিন্ন স্কিম থেকে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। পরে মঞ্চে অনুষ্ঠান শেষে বিকাশ মেলার স্টল গুলি ঘুরে দেখেন সাংসদ সহ অতিথিরা।
	রাজ্য
	
নাগরিক সচেতন হলেই বিকাশ সম্ভব :রেবতী ত্রিপুরা
- by janatar kalam
- 2022-11-25
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	
Leave feedback about this